বিহারে প্রথম দফার ভোট বিরোধীদের ৬৫ ভোল্টের ঝটকা দিয়েছে: প্রধানমন্ত্রী
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
সীতামারি: বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট ইন্ডিয়া জোটকে ‘৬৫ ভোল্টের ঝটকা’ দিয়েছে। ফলে জোটের নেতাদের চোখের ঘুম উড়ে গিয়েছে। শনিবার বিহারে ভোটপ্রচারে এসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, আরজেডি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে বিহারের মানুষের মাথায় ‘কাট্টা’ (দেশি বন্দুক) ধরবে। বিহারে প্রথম দফায় ভোটদানের হার ছিল ৬৫.০৯ শতাংশ। এই প্রসঙ্গ উল্লেখ করে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় রেকর্ড ভেঙে ভোটদানের আহ্বান জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘নিশ্চিত করুন যেন প্রতিটি বুথে এনডিএ এগিয়ে থাকে।’
গত এক মাস ধরে বিহারে এখনও পর্যন্ত মোট ১৪টি জনসভা করেছেন মোদি। পাটনাতে করেছেন রোডশো। এদিন মোদি বলেন, ‘আজ আমার প্রচার শেষ হচ্ছে। তবে রবিবারও প্রচারপর্ব চলবে। কিন্তু ভোটারদের কাজ ভোটের দিন। আমি ফের এনডিএ সরকারের শপথের দিন আসব।’ জনসভা থেকে বিরোধীদেরও তুমুল আক্রমণ করলেন মোদি। বিশেষ করে এদিন লালু প্রসাদ যাদব জমানায় ‘জঙ্গলরাজে’র অভিযোগ তুলে আরজেডিকে নিশানা করেছেন তিনি। মোদির দাবি, তেজস্বী যাদবের দল শিশুদের তোলাবাজ তৈরি করতে চাইছে। আরজেডির একটি সভায় শিশুর মুখের বক্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, বিহারে রংদার (তোলাবাজ ) প্রয়োজন নেই। প্রয়োজন ডাক্তারের। তিনি বলেন, ‘বিহারের মানুষ জঙ্গলরাজওয়ালাদের পক্ষে ভোট দিচ্ছে না। কারণ তারা জানে, ওরা সরকারে এলে মানুষের মাথায় কাট্টা ধরে ‘হ্যান্ডস আপ’ করবে। মানুষ ‘হ্যান্ডস আপ’ নয়, ‘স্টার্ট আপ’ চায়। যা একমাত্র এনডিএ দিতে পারবে।’
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পুকুরে নেমে মৎস্যজীবীদের সঙ্গে জনসংযোগকেও কটাক্ষ করেছেন মোদি। পাশাপাশি ভোট চুরির অভিযোগকে একহাত নিয়ে তিনি বলেছেন, বিহারে ভোটে হারার অজুহাত খোঁজার নেট প্র্যাকটিস চলছে।’