• কম্বল, বস্তা পেতে ফর্ম বিলি ২ বিএলওর, ভিডিও ভাইরাল!
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়ার বালাই নেই। বরং একজন বিএলও ফর্ম বিলি করতে কম্বল পেতে বসেছেন। অপরজন একটি হলুদ রঙের বস্তায় বসে ফর্ম বিলি করছেন। শনিবার ভরতপুর-১ ব্লকের গড্ডা পঞ্চায়েতের ২৩২ নম্বর বুথ ও ভরতপুর-২ ব্লকের নবপল্লি গ্রামে ১৯৩নম্বর বুথের এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ‘বর্তমান’ সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, নবপল্লি গ্রামে একটি মন্দিরের সামনে বিএলও সহ কয়েকজন দামি কম্বল পেতে বসেছেন। আশপাশে অন্তত ৩০জন ভোটার। তাঁরা ফর্ম সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। এক যুবক সোশ্যাল মিডিয়ায় লাইভ করতেই বিএলও মুক্তারনেশা বেগম তাঁর দিকে তেড়ে যান। তাঁকে বলেন, ‘বেশ করেছি, এখান থেকে ফর্ম বিলি করছি। তোর কী তাতে?’ ভিডিও ভাইরাল হতেই কিছুক্ষণের মধ্যে বিএলও সেখান থেকে চলে যান। অপর ভিডিওতে দেখা যাচ্ছে, গড্ডা গ্রামের কোনাইপাড়ায় বিএলও সৈয়দ ফাহমিদ হোসেন একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা পেতে বসেছেন। পাড়ার লোকজন তাঁর কাছ থেকে ফর্ম সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, নিয়ম তো বাড়ি বাড়ি দেওয়া। কিন্তু, বিএলও না গেলে কী করব? অগত্যা এখান থেকেই ফর্ম সংগ্রহ করতে হল। সেখানেও যে যুবক ভিডিও করছিলেন, তাঁর দিকে এক তৃণমূল নেতাকে তেড়ে যেতে দেখা যায়। ভরতপুর-১ এর বিডিও দাওয়া শেরপা ব্যস্ত থাকায় কোনও মন্তব্য করেননি। ভরতপুর-২ এর বিডিও অনির্বাণ সেনগুপ্ত বলেন, বিএলও ফর্ম বিলি করছিলেন না। ফর্মগুলি সাজিয়ে নিচ্ছিলেন। এখন স্যোশাল মিডিয়া বিষয়টি অন্যরকমভাবে দেখাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)