• বিষ্ণুপুরে দলের কাউন্সিলারদের সঙ্গে বৈঠক জোড়াফুলের জেলা সভাপতির, পুরসভার চেয়ারপার্সন বদলের জল্পনা
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বেশ কিছুদিন ধরে বিষ্ণুপুরে পুরসভার চেয়ারম্যান বদলের জল্পনা শুরু হয়েছে। এই আবহে শনিবার পুরসভার তৃণমূল কাউন্সিলারদের নিয়ে বৈঠক করলেন শাসকদলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। বৈঠকের পর তিনি বলেন, রাজ্যে যে সমস্ত পুরসভায় লোকসভা ভোটের নিরিখে আমরা হেরেছি, সেখানে এমন পরিবর্তনের কথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তবে বিষ্ণুপুরের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেরকম কোনও নির্দেশ আসেনি। আগামী বিধানসভা ভোটে বিষ্ণুপুর পুর এলাকায় কীভাবে লড়াই করা হবে, সেই সম্পর্কে এদিন কাউন্সিলারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এদিনের বৈঠকে সুব্রতবাবুর পাশাপাশি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষও উপস্থিত ছিলেন। তবে এই বৈঠক রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভায় পরিবর্তনের কথা প্রকাশ্যে বলেছিলেন। তৃণমূল সূত্রে খবর, বিষ্ণুপুর পুরসভার ক্ষেত্রেও দলীয়স্তরে সেরকমই ইঙ্গিত এসে পৌঁছেছে। সেইমতো কয়েকদিন ধরে পুরসভায় চেয়ারম্যান সহ কাউন্সিলারদের মধ্যে বাড়তি তৎপরতা দেখা গিয়েছে। কাউন্সিলাররা দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা করছেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত এনিয়ে তাঁদের আলোচনা হয়েছে। সেখানে বিধায়কও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কাউন্সিলারদের একাংশ বর্তমান চেয়ারম্যানকেই পদে রেখে দেওয়ার জন্য শুক্রবার বিধায়কের কাছে জোর সওয়াল করেছিল। এই পরিস্থিতিতে শনিবার সকালে পুরসভায় পৌঁছন শাসকদলের জেলা সভাপতি সুব্রত দত্ত। তিনি প্রথমে চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলারকে পৃথকভাবে ডেকে এবিষয়ে তাঁদের মতামত শোনেন। পরে তাঁদের সবাইকে নিয়ে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বিধায়ক, চেয়ারম্যান বা অন্য কাউন্সিলাররা মুখ খোলেননি।
  • Link to this news (বর্তমান)