নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সকালে বাঁকড়ার হক মার্কেটে একটি কাপড়ের কারখানায় আগুন লাগে। তাতে ছাই হয়ে যায় কারখানার ভিতরে থাকা কাপড় সেলাই করার অনেক মেশিন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। এদিন সকাল ৬টা নাগাদ বাঁকড়া বাদামতলার হক মার্কেটের একটি বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। সেখানে একটি কাপড়ের কারখানা ছিল। কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত আবাসনের নীচে নেমে আসেন সবাই। খবর দেওয়া হয় দমকলে। আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। দমকল জানিয়েছে, কারখানার ভিতরে থাকা মেশিনগুলি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। আর ভিতরে প্রচুর কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। কারখানার ভিতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল। নিজস্ব চিত্র