• আদি-নব্য ভারসাম্যের সূত্রে চলতি সপ্তাহেই নয়া কমিটি বঙ্গ বিজেপির
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপির নবগঠিত রাজ্য কমিটি। দীর্ঘ চারমাসের টানাপোড়েন শেষে রাজ্যের প্রধান বিরোধীদল পার্টির শীর্ষ পদাধিকারীদের নাম সামনে আনতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। পাঁচমাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এখনও রাজ্য কমিটির সদস্যদের নাম চূড়ান্ত না হওয়া নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে গেরুয়া শিবিরে। পার্টিতে ‘আদি’ হিসেবে পরিচিত শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে বসে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। তাঁদের আশা ছিল, এবার পুরোনো-উপেক্ষিতদের সসম্মানে কাজে লাগানো হবে। দলবদলু-তৎকাল নেতাদের দাপাদাপি কমবে। কিন্তু গত কয়েকমাসে শমীকবাবু পার্টির ‘তথাকথিত মাতব্বরদের’ কড়া বার্তা দেননি। দিলীপ ঘোষ মুরলী ধর সেন লেনের পুরোনো অফিসে এসে শমীকবাবুর সঙ্গে দেখা করেন। কিন্তু এখনও দলের মূল স্রোতে ফিরতে পারেননি। ওয়াকিবহাল মহলের বক্তব্য, গত চারবছর বঙ্গ বিজেপির রাশ যাঁদের কব্জায় ছিল তাঁরা এখনও বহাল তবিয়তে রয়েছে।

     এ প্রসঙ্গে পুরোনো এক রাজ্য নেতা বলেন, শমীক ভট্টাচার্য একপ্রকার অসহায়। তিনি নিজের মতো করে রাজ্য কমিটির খসড়া তৈরি করেছিলেন। সেগুলি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাতে বেশকিছু অদল-বদল হয়েছে। কারণ, গত চার বছরে পার্টির বিভিন্ন স্তরে বিশেষ সুবিধাভোগী তৈরি করেছে ‘তথাকথিত মাতব্বর’রা। এক্ষেত্রে তাঁদের সবাইকে নয়া কমিটি থেকে ছেঁটে ফেলা কার্যত অসম্ভব। তাই শমীকবাবুকে কার্যত ঘরের লোকের সঙ্গেই লড়াই করতে হচ্ছে। সেক্ষেত্রে দু’পক্ষের আবদার মেনে ভারসাম্যের রাজ্য কমিটি গড়ার পথে এগচ্ছে পদ্ম পার্টি। এখন দেখার আদি নাকি নব্য কাদের পাল্লা ভারী থাকে নবগঠিন বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে। যার উপর অনেকটাই নির্ভর করছে বিধানসভা ভোটে কেন্দ্রীয় শাসকদলের আসন প্রাপ্তি।        
  • Link to this news (বর্তমান)