• ফেসবুকে পরিচয়, বধূকে উদ্ধার করা হল গুজরাত থেকে, পলাতক যুবক
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফেসবুকের মাধ্যমে পরিচয়। তারপর প্রেমের সম্পর্কে জড়িয়ে এক বধূকে নিয়ে পালিয়েছিলেন যুবক। স্বামীর অভিযোগের ভিত্তিতে গুজরাতের সুরাত থেকে অপহৃত বধূকে উদ্ধার করল শাসন থানার পুলিশ। যদিও অভিযুক্ত যুবক পলাতক।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাসনের দাদপুর পঞ্চায়েতের এলাকার এক বধূ ১৯ অক্টোবর নিখোঁজ হন। এরপর বধূর স্বামী অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল ট্র্যাক করে জানতে পারে, মহিলা রয়েছেন গুজরাতের সুরাতে। এরপর শাসন থানার একটি পুলিশের টিম রওনা দেয় গুজরাতে। সেখানে একটি ঘর থেকে মহিলাকে উদ্ধার করা হয় শুক্রবার। এরপর ট্রানজিট রিমান্ডে এনে মহিলাকে শনিবার বারাসত আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ফেসবুক থেকে তাঁদের পরিচয়। আর সেই সূত্রেই বধূ বাড়ি ছাড়েন।

    অন্যদিকে, গোডাউন থেকে ৮০ বস্তা ধান চুরি করে গাড়ি নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বাদুড়িয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিশ। চুরি যাওয়া ধান উদ্ধারের পাশাপাশি একটি ৪০৭ গাড়িও আটক করেছে পুলিশ। শনিবার আদালতে তোলা হলে বিচারক ওই দু’জনকে পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)