নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সকালে বসিরহাট স্টেশন লাগোয়া এলাকায় একটি বিতর্কিত পোস্টার দেখা যায়। তাতে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এসআইআর-এর আবহে এমন পোস্টার ঘিরে স্বাভাবিকবাবেই শোরগোল পড়েছে এলাকায়। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় শনিবার সকাসে দেখা যায় একাধিক পোস্টার সাঁটানো। পোস্টারে লেখা রয়েছে, ‘অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়’। নীচে বড়ো করে লেখা, প্রচারে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা। কে বা কারা এই পোস্টার সাঁটাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এনিয়ে বিশ্ব হিন্দু পরিষদের তরফে শৌর্য বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা বাংলাদেশ থেকে লুকিয়ে এদেশে এসেছেন, তাঁরা তো অনুপ্রবেশকারী। তাঁদের তাড়িয়েই দেওয়া উচিত। আর বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর নিয়ে বিজেপি ব্যাকফুটে। বিজেপি বুঝেছে এসআইআর বুমেরাং হচ্ছে। তাই রাজনীতির অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। নিজস্ব চিত্র