নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে ঘিরে শনিবার আলোড়িত হল ইডেন গার্ডেন্স। সিএবি আয়োজিত জমজমাট সংবর্ধনা সভায় পুরস্কারের বন্যায় ভাসলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বঙ্গভূষণ ট্রফি, সোনার চেন। সিএবি’র পক্ষ থেকে দেওয়া হয় সোনার ব্যাট ও বল। বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করার জন্য ৩৪ লক্ষ টাকার চেকও পান রিচা। এছাড়া উত্তরীয়, পুষ্পস্তবক ছাড়াও হাতে তুলে দেওয়া হয় মিষ্টান্ন। সিএবি আসার আগে লালবাজারে ঘুরে এসেছিলেন রিচা। সেখান পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তাঁকে সংবর্ধনা দেন। আর সিএবি’র অনুষ্ঠানে রিচাকে আনুষ্ঠানিকভাবে রাজ্য পুলিশের ডিএসপি বলে ঘোষণা করেন নগরপাল। সংবর্ধনার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘রিচার সম্পর্কে আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে, কিন্তু ওকে মানসিক চাপে ফেলব না। ও যা করছে, সেটাই করুক। আমি চাই, মেয়েরা সব ধরনের খেলাতেই আরও এগিয়ে যাক। ওদের লড়তে হবে, জিততে হবে।’ সিএবি’র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ফ্রিডম ট্রফির রেপ্লিকা দেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ও মা স্বপ্না ঘোষও উপস্থিত ছিলেন ইডেনে। মুখ্যমন্ত্রীই তাঁদের ডেকে নেন মঞ্চে। মায়ের গলায় পরিয়ে দেন নিজের উত্তরীয়ও।