• এসএসসির সাইটে বিভ্রাট, ২৪ ঘণ্টা পরও ফল দেখতে পেলেন না বহু চাকরিপ্রার্থী
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের ২৪ ঘণ্টা পরও বিভ্রাট অব্যাহত। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ওয়েবসাইটে ফল দেখতে পেলেন না বহু চাকরিপ্রার্থী। শুক্রবার রাতে ফলপ্রকাশ হলেও সেদিন কার্যত কেউই তা জানতে পারেননি। তাই কমিশনের হেল্পডেস্ক বলে যে দ্বিতীয় ওয়েবসাইটটি রয়েছে, শনিবার সকালে সেখানেও ফলাফলের লিঙ্ক দেওয়া হয়। বেশ কিছুক্ষণ সেটি ঠিকঠাক চলছিল। কিছুক্ষণ পর সেটিরও একই দশা। ফলে প্রত্যন্ত এলাকার বহু চাকরিপ্রার্থী এদিনও ফল দেখে উঠতে পারেননি বলে খবর। স্বভাবতই তাঁদের উৎকণ্ঠা দীর্ঘায়িত হয়েছে। 

    প্রার্থীদের বক্তব্য, ফলপ্রকাশের পরপরই আড়াই লক্ষ পরীক্ষার্থী ওয়েবসাইটে ‘হিট’ করবেন, এটা তো অজানা কিছু নয়। সেই কারণে কিছুক্ষণ ওয়েবসাইট ডাউন থাকতে পারে। কিন্তু পরিস্থিতি দেখে তাঁদের মনে হচ্ছে, সার্ভারই ক্র্যাশ করে গিয়েছে। কেন আগেভাগে ওয়েবসাইটের সার্ভারের ক্ষমতা বাড়িয়ে রাখা হয়নি, সেই প্রশ্ন উঠছে। এনিয়ে অবশ্য এসএসসির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    সার্ভার সমস্যাতেই বিপত্তির শেষ নয়! অনেক চাকরিহারা শিক্ষক ফলাফল দেখার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাক পাবেন কি না, বুঝতে পারছেন না তাঁরা। প্রসঙ্গত, শিক্ষাগত যোগ্যতার নম্বর ইন্টারভিউয়ের পরে গণ্য করা হবে। তার আগে শুধু কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাবেন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই সংশয়ে রয়েছেন অনেকে। অনেকে বেশ ভালো ফল করলেও অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার বিষয়টি হাইকোর্টে ঝুলে থাকায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। 

    রয়েছে ‘ফাইনাল আনসার কি’ নিয়ে বিতর্কও। বেশ কয়েকটি বিষয়ে এই ‘আনসার কি’ ভুল রয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, ‘বেশ কিছু ভুল এসএসসি স্বীকার করেছে। সেগুলি টাইপিংয়ের ভুলে হয়েছে। সংশোধনের আশ্বাসও দিয়েছে তারা। তবে ফলপ্রকাশের পরেও চাকরির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা কাটছে না। যতজনই অকৃতকার্য হোন, তাঁদের কী হবে, সেই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে।’ মঞ্চের আরেক নেতা বলেন, ‘ভুল আরও বিষয়ে রয়েছে। এমনকি, কোনও কোনও ক্ষেত্রে একাধিক সঠিক উত্তর ছিল। চ্যালেঞ্জ করায় একটি সঠিক উত্তরকেই রেখে দিয়েছে এসএসসি। ফলে অন্য সঠিক উত্তরটি যাঁরা লিখেছেন, তাঁরা নম্বর পাবেন না। সেগুলি সংশোধন করলে ফলেও পরিবর্তন হবে।’ এ প্রসঙ্গেও এসএসসির কোনও মতামত পাওয়া যায়নি। তবে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের আগে এসএসসি ১২ নভেম্বর হাইকোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করবে বলে জানা যাচ্ছে। তাছাড়া, ওয়েবসাইট কার্যত স্তব্ধ থাকায় তা দিলেও খুব একটা লাভ হবে না। এই ঝামেলার মধ্যে শিক্ষাকর্মীরাও আবেদন করতে পারছেন না। কারণ, এই ওয়েবসাইটেই দেওয়া রয়েছে আবেদনের লিঙ্ক।
  • Link to this news (বর্তমান)