গরম কড়াইয়ে পড়ে জখম কিশোরী, আটদিন পর হাসপাতালে মৃত্যু
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদ্ধাত্রী পুজোর জন্য রাস্তা আটকে খিচুড়ি রান্না হচ্ছিল। সেখান দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল ১১ বছরের এক কিশোরী। সংকীর্ণ রাস্তায় সাইকেলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে খিচুড়ির গরম কড়াইয়ে পড়ে যায় সে। দগ্ধ অবস্থায় হাসপাতালে মরণবাঁচন লড়াই চালাচ্ছিল। কিন্তু শেষরক্ষা হল না। ন’দিনের লড়াই শেষে শুক্রবার বিকেলে এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হল তাঁর। মৃতের নাম তৃষা সাঁপুই। সরশুনা থানা এলাকার কাষ্ঠডাঙা রোডে থাকত। ৩০ অক্টোবর ঘটেছিল এই মর্মন্তিক ঘটনাটি।
পুলিশ জানিয়েছে, ৩০ অক্টোবর সকালে স্কুলে যাচ্ছিল তৃষা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা আটকে জগদ্ধাত্রী পুজো চলছিল। রাস্তা আটকানোর বিষয়ে নিষেধ করা সত্ত্বেও উদ্যোক্তারা তা শোনেননি। সকালে রান্না চলছিল। গরম কড়াইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সংকীর্ণ রাস্তায় তৃষা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গরম কড়াইয়ে পড়ে যায়। তার আর্তনাদ শুনে স্থানীয় কয়েকজন কোনওরকমে তাকে কড়াই থেকে তোলেন। জল দেন। তারপর নিয়ে যান বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। বার্ন ইউনিটে তৃষার চিকিৎসা চলছিল। সন্ধ্যায় গল্ফগ্রিন থানা সূত্রে ঘটনার খবর পায় সরশুনা থানা। জখম তৃষার বয়ান নেয়। শুক্রবার রাতে তৃষার মৃত্যু হয়। তারপর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সরশুনা থানা। লালবাজার জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তৃষার পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি।