• ফর্মই আসেনি অনেক ভোটারের, সময়বৃদ্ধির আর্জি কমিশনের কাছে
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পর্বে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু হয়েছে ৪ নভেম্বর। তা শেষ করতে হবে সাতদিনের মধ্যে। অর্থাৎ, ১১ নভেম্বর শেষ হচ্ছে ইনিউমারেশন ফর্ম বিলির সময়সীমা। কিন্তু ফর্ম বিলি শুরু হওয়ার চারদিন পরে রাজ্যজুড়ে যে চিত্র সামনে এসেছে, তাতে বিষয়টি নিয়ে সন্দিহান খোদ বিএলওরাই। কারণ, বহু ভোটারের ফর্মই এখনও এসে পৌঁছয়নি তাঁদের হাতে। এমন উদাহরণও সামনে এসেছে, যেখানে ১০টি ফ্ল্যাট সম্বলিত আবাসনে মাত্র দুটি ফ্ল্যাটে ফর্ম পৌঁছে দিতে পেরেছেন বিএলও। ফলে উৎকণ্ঠায় ভুগছেন ভোটাররা। ‘কবে ফর্ম আসবে?’ বা ‘কবে আসবেন বাড়িতে?’ এহেন ফোনে জেরবার বিএলওরা।

    সময়মতো ফর্ম না মেলায় গোটা প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে না বলেই আশঙ্কিত বিএলও’রা। সেই উদ্বেগ জানিয়ে শনিবার ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে। আর্জি—ফর্মের অপ্রতুলতার কারণে প্রথম দু’দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তা বিলি করতে পারেননি বিএলও’রা। প্রশিক্ষণের সময় বলা হয়েছিল, ১১ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ফর্ম বিলির প্রক্রিয়া। কিন্তু যে ভাবে ইনিউমারেশন ফর্ম সরবরাহ করা হচ্ছে, তাতে সময়মতো সর্বত্র তা পৌঁছে দেওয়া সম্ভব নয়। ফর্ম বিলির সময়সীমা বাড়িয়ে তা করা হোক ১৫ নভেম্বর পর্যন্ত।

    যদিও এদিন গোটা দেশের চিত্র সামনে এনে নির্বাচন কমিশনের বক্তব্য, চলতি বছরের তালিকা অনুযায়ী এরাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ইতিমধ্যে ৭ কোটি ৪৭ লক্ষ ২৫ হাজার ৩০৫ ইএফ ছাপা হয়ে গিয়েছে। শতকরা হিসেবে যা মোট ভোটারের ৯৭.৫০ শতাংশ। এই প্রেক্ষিতে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের প্রশ্ন, ‘তাহলে ফর্ম পেতে এত সমস্যা হচ্ছে কেন?’ এই আবর্তেই নির্বাচন কমিশনের দাবি, শনিবার রাত ৮টা পর্যন্ত বাংলায় ৪ কোটি ১৭ লক্ষের বেশি ফর্ম ভোটারের পৌঁছে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)