• সিপিএম কর্মীর বাড়িতে বসে ফর্ম গোছাচ্ছেন বিএলও, বিক্ষোভ
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুথের বিএলএ-২ এর বাড়িতে বসে বিএলও ইনিউমারেশন ফর্ম সাজাচ্ছিলেন। সেই সময় ঘটনাস্থলে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কাউন্সিলার। গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় তীব্র উত্তেজনা। পরে কমিশনের প্রতিনিধি তথা স্থানীয় প্রশাসনের সদস্যদের হস্তক্ষেপে সমস্যা মেটে। শনিবার বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় বিএলএ-২ তথা সিপিএম প্রতিনিধি সন্দীপন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ফর্ম সাজানোর কাজ করছিলেন ওই এলাকার বিএলও আমিনা বেগম। খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলার পৌষালী ভট্টাচার্য। তিনি গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে সামাজিক মাধ্যমে দিয়ে দেন। পাশাপাশি চলে বিক্ষোভ। দীর্ঘসময় ওই টানাপোড়েনের কারণে ইনিউমারেশন ফর্ম বিলি চালু করা যায়নি। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুরের দিকে কাজ চালু হয়। পৌষালীদেবী বলেন, বিজেপির সঙ্গে বামেরা হাত মিলিয়েছে। এদিন ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছিল। বিএলও কেন কোনও রাজনৈতিক দলের সদস্যের বাড়িতে যাবেন? আমরা অভিযোগ করব। সিপিএমের প্রতিনিধি অবশ্য বলেন, যা বলার কমিশনকে বলেছি। বিএলও নিজেও বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়েছেন। কমিশনের তরফেও কোনও বিবৃতি মেলেনি। তবে মহকুমা প্রশাসনের এক কর্তা বলেন,  ভুল বোঝাবুঝি হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)