• খোরপোশের মামলায় কার্যকর হয়নি গ্রেফতারি পরোয়ানা, পুলিশকে আদালতে হাজিরার নির্দেশ বিচারকের
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রীকে খোরপোশের টাকা না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুর আদালত। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট সময়ের পরও পরোয়ানা কার্যকর করেনি দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানা। এই ঘটনায় উষ্মা প্রকাশ করে বিচারক সম্প্রতি ঝড়খালি থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে ২০ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। অভিযোগকারিণীর আইনজীবী দীপঙ্কর মণ্ডল শনিবার জানান, ২০২২ সালে আমার মক্কেল আলিপুর আদালতে স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেছিলেন। সেই মামলার এক রায়ে বিচারক প্রতিমাসের নির্দিষ্ট সময়ের মধ্যে স্বামীকে খোরপোশের টাকা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ, স্ত্রীকে সেই টাকা না দেওয়ায় পরবর্তী সময় অভিযোগকারিণী ফের আদালতে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে একটি মামলা করেন। এরপর বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই আইনি পরোয়ানা কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ বিচারক কড়া নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)