নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিন কয়েক আগে বড়বাজার থানা এলাকায় চলন্ত বাস থেকে এক ব্যক্তির মোবাইল খোয়া যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবার তিন ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবার ধৃতদের ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ধৃতদের বিরুদ্ধে এর আগে এই ধরনের কোনও অপরাধের খতিয়ান আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। চোরাই মোবাইল ফোন উদ্ধারের জন্য তাদের হেপাজতে নেওয়ার দরকার আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।