• CESC অফিসের ট্রান্সফর্মারে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
    এই সময় | ০৯ নভেম্বর ২০২৫
  • সাতসকালে চাঁদনি চকে আগুন। রবিবার চাঁদনি চক এলাকায় অবস্থিত CESC অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ। আগুন লাগার পরে সেখানে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোথাও পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।

    দিন তিনেক আগে লালবাজার লাগোয়া একটি গুদামে আগুন লেগেছিল। দীর্ঘ সময়ের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে বিস্তর বেগ পেতে হয়েছিল দমকলের কর্মীদের।

  • Link to this news (এই সময়)