• বহু এলাকায় ৪০০ ছাড়াল একিউআই, রবিবার ‘খুব খারাপ’ দিল্লির বাতাস
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১১ নভেম্বর : উদ্বেগ বহুগুণ বাড়িয়ে ফের ভয়ংকরভাবে দূষণ বাড়ছে দিল্লিতে। সরকারি তথ্য বলছে, রবিবার সকালে রাজধানী ও তার সংলগ্ন এনসিআরে বাতাসের মান ছিল ‘খুব খারাপ’ । কার্যত তীব্র ধোঁয়াশার চাদরে ঢেকে ছিল আকাশ। তার মধ্যে ঘুম ভাঙে দিল্লিবাসীর। এদিন সকাল ৭টায় রাজধানীর একিউআই নথিভুক্ত হয়েছে ৩৯১। তবে বহু এলাকায় তা ৪০০-র গণ্ডি পার করে দিয়েছিল। গাজিয়াবাদের রাজনগরে তা পৌঁছে গিয়েছে ৬৭৬-এ। গত বৃহস্পতিবার সকাল ৮টায় দিল্লির সামগ্রিক একিউআই নথিভুক্ত হয়েছিল ২৭১।

    দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, আনন্দ বিহারে একিউআই নথিভুক্ত হয়েছে ৪১২, আলিপুরে ৪১৫। তবে সবথেকে খারাপ পরিস্থিতি বাওয়ানার। সেখানকার একিউআই ছিল ৪৩৬। অথৈবচ অবস্থা চাঁদনিচক, আরকে পুরম বা সোনিয়া বিহারের মতো এলাকার। অভিজাত বলে পরিচিত দিল্লির এই সমস্ত এলাকার একিইউআই চারশোর উপরে ছিল। 

    দূষণ বাড়তে থাকায় রাজধানীতে ইতিমধ্যে ‘গ্র্যাপ স্টেজ-টু’ জারি করা হয়েছে। যার ফলে কার্যকর হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। শহরজুড়ে পার্কিং ফি বাড়িয়ে দ্বিগুণ করেছে পুরসভা। তার পরেও পরিস্থিতি খারাপ হয়েই চলেছে।

    বস্তুত, দীপাবলির পর থেকে, দিল্লির বাতাস ধারাবাহিকভাবে ‘খারাপ’, ‘খুব খারাপ’ এবং মাঝে মাঝে ‘গুরুতর’ স্তরের মধ্যে ওঠানামা করেছে। গত মে মাসেই দিল্লিতে দূষণ পরিস্থিতির মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের লক্ষ্যে মোট পাঁচটি ক্লাউড সিডিং ট্রায়ালের অনুমোদন দিয়েছিল দিল্লি বিজেপি সরকার। কানপুর আইআইটির সহযোগিতায় ইতিমধ্যেই ক্লাউড সিডিংয়ের তিনটি পরীক্ষামূলক ট্রায়াল করেছে দিল্লি সরকার। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
  • Link to this news (বর্তমান)