কলকাতায় ২০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা, জানুন আজকের আবহাওয়া আপডেট
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
কলকাতা, ১১ নভেম্বর: বাংলায় কড়া নাড়ছে শীত। পশ্চিমি হওয়ার দাপটে শীতের আমেজ বিভিন্ন জেলায়। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৪.৫ ডিগ্রি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’-তিন দিনে পারদ আরও নামবে। সেইসঙ্গে বাড়বে শীতের আমেজ।
আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রাজ্যে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
গতকাল, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৯.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ।