সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। ব্যাহত হয় বিমান পরিষেবা। পিছিয়ে যায় প্রায় ৩০০-র বেশি উড়ানের সময়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিন্তু জানা যাচ্ছে, এই যান্ত্রিক ত্রুটি নিয়ে কেন্দ্রকে বেশ কয়েকমাস আগেই সতর্ক করেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গিল্ড। কিন্তু তা-ও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি!
এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গিল্ড জানিয়েছে, গত জুলাই মাসে তারা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে বিভিন্ন বিমানবন্দরের এয়ার নভিগেশন সিস্টেমের পর্যালোচনা এবং মান উন্নত করার আহ্বান জানিয়েছিল। এমনকী দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফেও রাজধানীর বিমানবন্দরের প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গিল্ড আরও জানিয়েছে, আহমেদবাদ দুর্ঘটনার পর গত ৮ জুলাই তারা বেশ কয়েকজন সাংসদকে চিঠি দিয়েছিল। সেখানে তারা জানিয়েছিল, এয়ার নেভিগেশন পরিষেবাগুলিতে ব্যবহৃত অটোমেশন সিস্টেমগুলির পর্যালোচনা এবং সেগুলিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা অপরিহার্য।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই সমস্যা শুরু হয় দিল্লি বিমানবন্দরে। সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে আটকে পড়েন বহু যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম-এর প্রযুক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার বেশি সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।