• বিহার ভোট মধ্যগগনে, রাহুল ঘুরছেন জঙ্গল সাফারিতে, ‘উনি পর্যটনের নেতা’, কটাক্ষ বিজেপির
    প্রতিদিন | ০৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় দফার ভোট মঙ্গলবার। রবিবার শেষ প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপির ছোটবড় প্রায় সব নেতাই বিহারে প্রাণপাত করছেন। অথচ, বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী উধাও। শনিবার বিহারে কোনও সভা করেননি রাহুল। উলটে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন জঙ্গল সাফারিতে।

    আসলে শনিবার মধ্যপ্রদেশে কংগ্রেসের জেলা সভাপতিদের একটি প্রশিক্ষণ শিবির ছিল। সেই শিবিরের জন্য রাহুল গান্ধী ভোটপ্রচার থেকে বিরতি নিয়ে চলে যান মধ্যপ্রদেশ। সেটা রাজনৈতিক কর্মসূচিই ছিল। কিন্তু ওই প্রশিক্ষণ শিবিরের পর রাহুল চলে যান জঙ্গল সাফারিতে। রবিবার সাতসকালে প্রায় ১০ কিলোমিটার জঙ্গল সাফারি করেন তিনি। তাই নিয়েই কটাক্ষ করছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলছেন, “রাহুল বিরোধী দলনেতা নন, আসলে তিনি পর্যটন ও পার্টি করার দলনেতা।”

    উল্লেখ্য, বিহারের ভোটপ্রচার পর্বে প্রায় মাসদুয়েক উধাও ছিলেন রাহুল। ভোটার অধিকার যাত্রা সম্পন্ন করার পর রাহুল গান্ধী কার্যত উধাও হয়ে গিয়েছিলেন। এমনকী কংগ্রেসের শীর্ষ নেতাদের কেউই সেভাবে প্রচার করেননি। মূলত আরজেডির সঙ্গে আসনরফা নিয়ে বিবাদের জেরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিষ্ক্রিয় ছিল। পরে সব মিটমাট করে প্রচার শুরু করলেও সেভাবে গতি পায়নি বিরোধীদের প্রচার। মাঝে মাঝেই উধাও হয়েছেন রাহুল। যা নিয়ে প্রশ্ন রয়েছে কংগ্রেসের অন্দরেই। যদিও রবিবার প্রচারের শেষদিন রাহুলের জোড়া কর্মসূচি রয়েছে বিহারে। এদিন কিষানগঞ্জ ও পুর্নিয়ায় সভা করবেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)