ব্যক্তিস্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ হল পছন্দের জীবনসঙ্গী, স্পষ্ট নির্দেশ দিল্লি হাই কোর্টের
প্রতিদিন | ০৯ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতা এবং গোপনীয়তার অবিচ্ছেদ্য অঙ্গ। যে কোনও দু’জন প্রাপ্তবয়স্ক মিলে বিবাহের সিদ্ধান্ত নিলে পরিবার বা সম্প্রদায় তাতে বাধা দিতে পারে না। এক মামলায় স্পষ্টভাবে এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।
প্রসঙ্গত, বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় এক যুগলকে হুমকির মুখে পড়তে হচ্ছিল। ওই যুগলকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দেওয়ার সময়ে এই মন্তব্য করে আদালত। পুলিশ জানিয়েছে, ওই যুগলের মধ্যে প্রায় ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এখন তাঁরা বিয়ে করতে চাইছেন। কিন্তু তাঁদের এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরেই হুমকির মুখে পড়তে হয় যুগলকে। এমনকী পরিবার এবং আত্মীয় পরিজনদের তরফেও হুমকি আসতে থাকে।
এর পরই বিষয়টি আলাদত পর্যন্ত গড়ায়। তখনই ওই মামলার নির্দেশ দেওয়ার সময়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী এক রায়ের কথাও উল্লেখ করে হাই কোর্ট। সেই রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিস্বাধীনতা গোপনীয়তার একটি অবিচ্ছেদ্য অংশ।
ওই রায়ের উল্লেখ করে হাই কোর্ট জানিয়েছে, যখন দু’জন প্রাপ্তবয়স্ক পরস্পরের সম্মতিতে বিয়ে এবং সহবাসের সিদ্ধান্ত নেন, সেখানে পরিবার বা সম্প্রদায়ের কেউ আইনত বাধা দিতে পারেন না। ওই যুগলের উপর চাপ তৈরি করাও যাবে না।