পোর্ট ব্লেয়ার, ৯ নভেম্বর : রবিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। যদিও অন্য তথ্য বলছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। তাদের মতে, এদিনের কম্পনের মাত্রা ছিল ৬.০৭।
ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কেও ভিন্ন তথ্য জানিয়েছে এই দুই প্রতিষ্ঠান। জার্মান সংস্থাটির মতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়েছিল। অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্যর তথ্য অনুযায়ী এদিনের ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ৯০ কিমি গভীরে।