নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে তিন আইএস জঙ্গি
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
গান্ধীনগর, ৯ নভেম্বর: দেশজুড়ে নাশকতার চক্রান্তের পর্দাফাঁস করল গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখা (এটিএস)। রবিবার আমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তিন জঙ্গিকে। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে যোগ আছে জঙ্গি সংগঠন আইএসের। তারা এদেশে বড়সড় হামলা চালানোর চক্রান্ত করছিল বলেও জানা গিয়েছে।
সূত্র জানাচ্ছে, ধৃত এই তিন জঙ্গির ওপরে গত একবছরেরও বেশি সময় ধরে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। এদিন অস্ত্র পাচারের সময় হাতেনাতে তাদের ধরে ফেলা হয়। খবরে প্রকাশ, ধৃত তিন জঙ্গির মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। অপরজনের বাড়ি হায়দরাবাদে।
এদিন এটিএসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগ্নেয়াস্ত্র হাতবদলের জন্য এই জঙ্গিরা গুজরাতে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো। ধৃত তিনজন দু’টি আলাদা জঙ্গি মডিউলের সদস্য। কোথায় তারা হামলা চালানোর প্ল্যান করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তদন্তের স্বার্থে অবশ্য এখনই এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন গোয়েন্দারা।
চলতি বছরের গোড়ার দিকে আল-কায়দার দক্ষিণ এশিয়া শাখা আইকিউআইএসের পাঁচ সদস্যকে বেঙ্গালুরু থেকে পাকড়াও করেছিল গুজরাত এটিএস। ধৃতদের মধ্যে এক মহিলাও ছিল। তদন্তে এই পাঁচজনের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারের সরাসরি যোগাযোগের প্রমাণ মেলে। এদেশে অনলাইন জঙ্গি মডিউল পরিচালনা করত তারা।