• কাগজপত্র নেই, এসআইআর আতঙ্কে শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ৯ নভেম্বর: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল রাজ্যে। ছ’বছরের শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায়। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলছে মা ও মেয়ের। দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে হরিপালে বিয়ে হয় আশা সোরেনের। কিন্তু সাংসারিক বিবাদের জেরে ফিরে আসতে বাধ্য হন বাপের বাড়িতে। গত ৫-৬ বছর থেকে বাপের বাড়িতেই রয়েছেন তিনি। সম্প্রতি এসআইআর নিয়ে আতঙ্কের মধ্যে ছিলেন ওই মহিলা। কী কারণ? বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। আশার বাপের বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গিয়েছেন তাঁরা। বাড়ির সবাইকে ফর্ম দেওয়া হয়। কিন্তু ফর্ম পাইনি বছর সাতাশের ওই মহিলা। এতেই মানসিকভাবে ভেঙে পড়েন আশা। গ্রাস করে আতঙ্ক। তাঁর কাছে প্রয়োজনীয় নথি নেই। আর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসআইআর সংক্রান্ত কোনও সহযোগিতা শ্বশুরবাড়ি থেকে পাওয়া যাবে না বলে আশঙ্কা ছিল তাঁর। এই অবস্থায় মানসিক অবসাদে গতকাল ছ’বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।ধনেখালি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মা ও মেয়েকে স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হাসপাতালে। দু’জনই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে, খবর পেয়ে আজ পরিবারের সঙ্গে দেখা করতে ধনেখালির সোমসপুর এলাকায় বাড়ি যান স্থানীয় বিধায়ক অসীমা পাত্র।
  • Link to this news (বর্তমান)