আমতায় বাস-কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, জখম একাধিক যাত্রী
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ। যার ফলে জখম হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে আমতা-রানীহাটি রোডে আমতা ১০ নম্বর পোলের কাছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হাওড়া-ঝিকিরা রুটের বাসটি ঝিকিরার দিকে আসছিল। আমতা ১০ নম্বর পোলের কাছে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানা ও চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে আমতা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
দুর্ঘটনার খবর পাওয়ার পরে রাতেই হাসপাতালে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।