এসআইআর ফর্ম বিলিতে এগিয়ে বাংলা, পিছিয়ে বিজেপিশাসিত রাজ্য
দৈনিক স্টেটসম্যান | ০৯ নভেম্বর ২০২৫
২৭ অক্টোবর বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ২৮ অক্টোবর থেকে চালু হয় এসআইআর প্রক্রিয়া। ৪ নভেম্বর থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে বিলি করছেন এনুমারেশন ফর্ম। পরিসংখ্যান অনুযায়ী এসআইআরের কাজেও ‘এগিয়ে বাংলা’। শনিবার পর্যন্ত অর্থাৎ মোট পাঁচদিনে ৪৫ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে। এসআইআর ফর্ম বিলিতে বাংলার থেকে অনেকটাই পিছিয়ে বিজেপিশাসিত রাজ্যগুলি। কমিশনের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে ১০ শতাংশ কাজও হয়নি বলে খবর।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলায় ৪৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৬.৩২ শতাংশ, মধ্যপ্রদেশে ৭.৩৭ এবং ছত্তিশগড়ে ৯.৯৭ শতাংশ ফর্ম বিলি হয়েছে। এই তিন রাজ্যই বিজেপিশাসিত। বিধানসভা ভোটের আগে রাজ্যগুলির উপর কেন্দ্র তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে বলে তোপ দেগেছেন বিরোধীরা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় বিজেপি শাসিত রাজ্যগুলিই পিছিয়ে। বাংলার ধারেকাছেও নেই সেই সব রাজ্য। বাংলার সরকার এসআইআর বিরোধী বলে প্রায়শই অভিযোগ তোলে বিজেপি। গেরুয়া শিবিরের এই অভিযোগ যে একদম ভিত্তিহীন তা নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
তিন কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে এসআইআরের কাজ অনেকটা এগিয়ে রয়েছে বলে রিপোর্ট কমিশনের। আন্দামান-নিকোবর ৫১.০৯ শতাংশ, পুদুচেরিতে ৮৭.৭৫ শতাংশ, লাক্ষাদ্বীপে ২৯.৩৫ শতাংশ ফর্ম বিলির কাজ হয়েছে। বিজেপিশাসিত গোয়ায় অবশ্য প্রায় ৮৯.৪৬ শতাংশ কাজ হয়ে গিয়েছে। তবে এই সব রাজ্য থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেকটাই বেশি। তারপরও বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ অতি দ্রুততার সঙ্গে হয়েছে বলে কমিশনের রিপোর্টে প্রকাশিত।