• এসআইআর আতঙ্কে শিশুকন্যাকে নিয়ে এক মহিলার আত্মহত্যার চেষ্টা
    দৈনিক স্টেটসম্যান | ০৯ নভেম্বর ২০২৫
  • এসআইআর আতঙ্ক! এবার হুগলির ধনেখালিতে ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। আপাতত মা-শিশু দু’জনেই এসএসকেএম হাসপাতালে ভর্তি। শনিবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা ও মেয়ে, দাবি আত্মীয়দের। সোনেখালির সোমসপুর ২-গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকার বাসিন্দা। নাম আশা সোরেন। বয়স ২৭ বছর। আট বছর আগে হরিপালে বিয়ে হয়েছিল ওই মহিলার। পাঁচ থেকে ছয় বছর আগে বাপের বাড়িতে চলে আসেন তিনি। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে বাপের বাড়ি থাকতেন বলে দাবি পরিবারের। এসআইআর ঘোষণার পর বাপের বাড়ির সবাই এনুমারেশন ফর্ম পান। তবে সেই ফর্ম ওই মহিলা পাননি বলে অভিযোগ পরিবারের।

    এসআইআরের ফর্ম পূরণে শ্বশুরবাড়ির কোনও সহযোগিতা পাবেন না বলে ধরে নেন তিনি। ফর্ম শ্বশুরবাড়ির ঠিকানায় চলে যাবে না তো, কীভাবে এসআইআরে নিজের নাম নথিভুক্ত করবেন তা নিয়ে উদ্বেগে ছিলেন ওই মহিলা। আর সেই আতঙ্ক থেকেই শনিবার মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের। কীটনাশক খাওয়ার বিষয়টি নজরে আসতেই তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় ধনেখালি গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

    রবিবার মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। বিজেপিকে তোপ দেগে  তিনি বলেন, ‘এসআইআর নিয়ে বিজেপি নেতারা আতঙ্কের সৃষ্টি করছে। ও শ্বশুরবাড়িতে অশান্তির জন্য পাঁচ বছর ধরে বাপের বাড়িতে থাকছিল। এখানে ওর কোনও কাগজপত্র নেই। এনুমারেশন ফর্মও পায়নি। সেই আতঙ্কেই এই ঘটনা।’ বিধায়ক আরও বলেন, এই ঘটনা প্রসঙ্গে জানার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেরই চিকিৎসার ব্যবস্থা করেছেন।

    তৃণমূলের তরফে মহিলার পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ওই মহিলার দাদা জানিয়েছেন, ‘আমাদের পরিবারের সকলেই এনুমারেশ ফর্ম পেয়েছিল। বোন পায়নি। ও ভেবেছিল শ্বশুরবাড়িতে এই ফর্ম দিলে তারা তা আটকে রাখবে। আর সেই আতঙ্ক থেকেই এই চরম সিদ্ধান্ত।’ এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক মৃত্যুর খবর আসছে। এই ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের নাম বাদ দেলে দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলন করার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সাধারণ মানুষের মনে তৃণমূল অযথা আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি বিজেপির।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)