• রাজ্যপালের তৃতীয় বর্ষপূর্তিতে গণবিবাহের আয়োজন রাজভবনে
    দৈনিক স্টেটসম্যান | ০৯ নভেম্বর ২০২৫
  • রাজভবনে বসছে বিয়ের আসর। পিছিয়ে পড়া, দুস্থ যুগলের গণবিবাহ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অভিভাবকত্বে এবং তত্ত্বাবধানে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের জন্য কীভাবে আবেদন করতে হবে তা জানিয়েছে রাজভবন।

    বাংলার রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে চলতি মাসে। আগামী ২৩ নভেম্বর তিন বছর পূর্ণ করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর ওই দিনই রাজভবনে গণবিবাহের আয়োজন করা হয়েছে। আগ্রহীরা ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। রাজভবন থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্রে কী কী জানাতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে। পাত্র-পাত্রীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়সের প্রমাণপত্র, আধার কার্ডের নম্বর, পেশা এবং পরিবারের বাৎসরিক আয় সব কিছু আবেদনপত্র স্পষ্টভাবে লিখতে হবে।

    সেই সঙ্গে বিয়েতে অভিভাবকদের অনুমতি সম্বলিত স্বাক্ষরও দিতে হবে বলে খবর। বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে থাকলে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে। নথিপত্র স্থানীয় কোনও গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে। তাহলেই তা গৃহীত হবে বলে জানা গিয়েছে। ডাকযোগে অথবা রাজভবনের তরফে দেওয়া ইমেলে আবেদনপত্র পাঠাতে হবে। রাজভবনে সরাসরি গিয়েও আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইমেলের ঠিকানাগুলি হল – 





    আবেদন জানানোর শেষ দিন ১৬ নভেম্বর। ২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠান। প্রায় ১০০ জন যুগলের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। বিয়ের সমস্ত ব্যয়ভার বহন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নববিবাহিত দম্পতিকে প্রতীকী উপহারও দেওয়া হবে। বিবাহের দিন পরিবারের ১০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন। তৃতীয় বর্ষপূর্তিতে জনতার জন্য কিছু একটা কাজ করতে চাইছিলেন রাজ্যপাল। শেষ পর্যন্ত গণবিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)