চার বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি হুগলি জেলার তারকেশ্বর থানার। এই ঘটনায় ইতিমধ্যেই ওই বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শিশুটি এবং পরিবারের পাশে আছি।’
পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এই ঘটনায় তাঁর সঙ্গে আর কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে পরিবারের সঙ্গে ঘুমোচ্ছিল ওই শিশুকন্যাটি। সেই সময় তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুটির ওপর নির্যাতন চালানো হয়।
শিশুটির পরিবারের দাবি, শনিবার ভোর থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। অবশেষে দুপুরে স্টেশন সংলগ্ন একটি নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। গালে এবং শরীরের একাধিক অংশে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল। পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পরে চন্দননগর হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই তদন্ত শুরু করা হয়েছে। শিশুটির মেডিক্যাল পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশের প্রথমেই সন্দেহ যায় শিশুটির দাদুর উপর। তার আচরণ সন্দেহজনক ছিল বলে দাবি পুলিশ সূত্রে। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশের অনুমান, ঘটনার সময় ওই বৃদ্ধ মত্ত ছিলেন।