• ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ইস্টবেঙ্গলের শৌভিক, লম্বা বার্তায় কী লিখলেন লাল-হলুদের ফুটবলার?
    আনন্দবাজার | ০৯ নভেম্বর ২০২৫
  • আইএসএল আয়োজনের দরপত্র জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেলেও কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি। ফলে পরের মরসুমের প্রতিযোগিতা এই মুহূর্তে অনিশ্চিত। মোহনবাগান, বেঙ্গালুরুর মতো একাধিক ক্লাব নিজেদের সিনিয়র দলের কাজকর্ম অস্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে। ভারতীয় ফুটবলের এই অচলাবস্থা মানতে পারছেন না শৌভিক চক্রবর্তী। সমাজমাধ্যমে লম্বা বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

    শৌভিকের মতে, এই পরিস্থিতি শুধু আর্থিক বা প্রশাসনিক নয়, ফুটবলের নিচু স্তরে যে সমস্যা লুকিয়ে রয়েছে সেটাকেও নির্মূল করে ফেলতে হবে। শৌভিক লিখেছেন, “আইএসএলের দরপত্র না দেওয়া স্রেফ একটা ব্যবসায়িক ধাক্কা নয়। আমার মতে, ফুটবলের প্রশাসনে সমস্যা কতটা গভীরে তা উঠে এসেছে। এটা শুধু একটা লিগ আয়োজনের ব্যাপার নয়। যখন ভারতীয় ফুটবলের শীর্ষস্তরের লিগ অনিশ্চিত হয়ে পড়ে, তখন তৃণমূল স্তর থেকে জাতীয় পর্যায়ের ফুটবল, সব কিছুতেই প্রভাব পড়ে।”

    শৌভিক আরও লিখেছেন, “প্রত্যেক ক্লাব এবং ম্যাচের পিছনে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, অগণিত সমর্থক এবং আরও প্রচুর মানুষ রয়েছেন যাঁরা নেপথ্যে থেকে কাজ করে খেলাটাকে বাঁচিয়ে রাখেন। যে খেলাটার জন্য ওঁরা সব কিছু দিয়ে দেন তার জন্য সঠিক দিক্‌নির্দেশ, দায়বদ্ধতা এবং বিশ্বাস থাকা দরকার বলে আমি মনে করি।”

    ফুটবলের প্রশাসনে আমূল সংস্কারের দাবি করেছেন শৌভিক। তাঁর মতে, স্বচ্ছতা, পরিকল্পনা এবং একতা সবার আগে দরকার। শৌভিক লিখেছেন, “আমাদের এখন স্বচ্ছতা, পরিকল্পনা এবং একতা দরকার। ফুটবলার থেকে পেশাদার থেকে সমর্থক এবং যাঁরা মাঠের ভেতরে এবং বাইরে কাজ করছেন, প্রত্যেকের সামনে একটা পরিকাঠামো দাঁড় করাতে হবে যা তাঁদের আবেগকে সম্মান করে এবং খেলাটাকে এগিয়ে নিয়ে যায়। আশা করি এই সমস্যার দ্রুত সমাধান যাতে। শুধু শীর্ষ লিগের জন্য নয়, গোটা ভারতীয় ফুটবলের জন্য।”
  • Link to this news (আনন্দবাজার)