• পুলিশের ফোন ব্যবহার করে বিচারপতিকে হুমকি মেল! অভিযোগ লখনৌ জেলে বন্দির বিরুদ্ধে
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • এলাহাবাদ হাই কোর্টের এক বিচারপতিকে হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই হুমকি ই-মেল পাঠানোর অভিযোগ উঠেছে লখনৌ জেলের এক বন্দির বিরুদ্ধে। ওই বন্দি এক পুলিশকর্মীর মোবাইল ফোন ব্যবহার করে সেই ই-মেল পাঠিয়েছেন বলে অভিযোগ।

    পিটিআই সূত্রে খবর, এই নিয়ে এফআইআর করা হয়েছে অনুভব মিত্তাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ৩৭০০ কোটি টাকা সাইবার জালিয়াতির অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয় তাঁকে। অনলাইন ব্যবসায় প্রলোভন দেখিয়ে তিনি ৭ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। এখন লখনৌ জেলে বন্দি তিনি। ওই জেলেই আছেন তাঁর স্ত্রী এবং বাবা-ও।

    অনুভব মিত্তলের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা কথা রবিবার জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অন্য এক বন্দির নামে ওই হুমকি মেল পাঠানো হয়েছিল। এক পুলিশ কনস্টেবলের মোবাইল ফোন ব্যবহার করে ওই ই-মেল পাঠানো হয় বলেও জানতে পেরেছে পুলিশ।

    জানা গিয়েছে, এলাহাবাদ হাই কোর্টের লখনৌ বেঞ্চের এক বিচারপতিকে খুন করা হবে বলে হুমকি দিয়ে ওই ই-মেল পাঠানো হয়। পুলিশের আধিকারিককরা জানিয়েছেন, এই নিয়ে তদন্ত শুরু করেছিল সাইবার সেল এবং ক্রাইম ব্র্যাঞ্চ। তদন্তে জানা গিয়েছে, অজয় কুমার নামের এক কনস্টেবলের মোবাইল ফোন থেকে ওই মেল পাঠানো হয়েছিল। এই নিয়ে অনুভবের পাশাপাশি ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, গত ৪ নভেম্বর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল অনুভবকে। তাঁর সঙ্গে ছিলেন অজয় কুমার। অজয় জানিয়েছেন যে ‘কেস স্ট্যাটাস’ দেখার জন্য তাঁর কাছ থেকে ফোন নিয়েছিলেন অনুভব। তখনই গোপনে একটি নতুন ই-মেল আইডি তৈরি করেন অনুভব। পর দিন সকালে যাতে ওই হুমকি মেল যায় তাও ঠিক করে রাখেন তিনি।

    জানা গিয়েছে, লখনৌ জেলেই বন্দি হিসেবে আছেন আনন্দেশ্বর অগ্রহরি। একটি খুনের মামলায় ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে জেলে আছেন তিনি। আনন্দেশ্বরের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে অনুভবের। এই কারণে আনন্দেশ্বরের নামে ওই মেল পাঠানো হয়েছিল।

  • Link to this news (এই সময়)