• রাজগঞ্জে মামার লালসার শিকার নাবালিকা ভাগ্নি, গ্রেফতার ২
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার ১৪ বছরের এক নাবালিকা ভাগ্নি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। ইতিমধ্যেই ওই কিশোরীর মামা ও মামিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, মামার কুকীর্তি দেখেও প্রতিবাদ করেননি মামি। আজ, রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, একদিনের জেল হেফাজত হয়েছে তাদের। আগামীকাল অর্থাৎ সোমবার ফের তাদের পকসো আদালতে তোলা হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে কলকাতা থেকে ছুটিতে দার্জিলিং ঘুরতে এসেছিল ওই নাবালিকা। দার্জিলিং থেকে ফেরার পথে মামার বাড়ি ঘুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে সে। সেইমত গত বুধবার রাজগঞ্জে মামার বাড়িতে পৌঁছয় তাঁরা। গতকাল সকালে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। এরমধ্যেই গত শুক্রবার রাতে ওই নাবালিকার সঙ্গে যৌন নিগ্রহের ঘটনাটি ঘটে বলে অভিযোগ।অভিযোগ, মামা ওই কিশোরীকে যৌন নিগ্রহ করে। বিষয়টি টের পেলেও অভিযুক্তের স্ত্রী কিছুই বলেননি। ঘটনার কথা প্রথমে লজ্জায় কাউকেই জানাতে চায়নি কিশোরী। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার সকালে অসুস্থ বোধ করে সে। তড়িঘড়ি তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাবা-মাকে পুরো ঘটনার কথা জানায় ওই নাবালিকা। এরপরই ওইদিন সন্ধ্যাতেই নির্যাতিতার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মামা ও মামিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)