• কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বিএলও-র, অভিযোগ মৃতার স্বামীর
    দৈনিক স্টেটসম্যান | ১০ নভেম্বর ২০২৫
  • এসআইআর ঘোষণার পর থেকে একের পর এক ভোটারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসছিল। এবার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসারের। কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। মৃত বিএলও-র নাম নমিতা হাঁসদা। বছর পঞ্চাশের ওই মহিলা মেমারির চক বলরামপুরের বাসিন্দা। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন।

    মেমারি থানার বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুরে শনিবার এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম বিলি করছিলেন তিনি। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নমিতাদেবী। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতালে মৃত্যু হয় বলে খবর। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করেন পরিবারের লোকজনেরা।

    এনুমারেশন ফর্ম বিলির জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছিল। কাজের চাপে নমিতা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বামী। বিএলও-র স্বামী মাধব  হাঁসদা জানিয়েছেন, ‘আরও বেশি করে ফর্ম বিলি করতে বলা হচ্ছিল। এ সব নিয়ে খুব চাপে ছিল।’ তিনি আরও বলেন, ‘চাপটা বিডিও থেকে আসছিল। বারবার বলা হচ্ছিল কী করছেন এখনও ৮০ শতাংশ কাজ হয়নি। সন্ধেবেলাতেও ফর্ম বিলি করছিল। এত ফর্ম বিলি করতে হবে ভেবে চিন্তা করছিল। আমি বলেছিলাম এত দুশ্চিন্তা কোরো না। বিলি করতে গিয়েই ব্রেন স্ট্রোক হয়।‘

    বিএলও-র ছেলে কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই বাড়ি ফেরেন। তিনি বলেন, ‘মা মাঝে মাঝে ফোন করত। বলত কাজ কিছুই বুঝতে পারছি না। চাপ নিতে পারছি না। কে চাপ দিচ্ছিল, তা অবশ্যই বলেনি কখনও। আমি বাইরে থাকি। তাই সেভাবে কথা হয়নি। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়। সকালে বলল মৃত্যু হয়েছে।‘

    ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও-রা। এই ফর্ম বিলি করা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য সংবলিত ফর্ম জমা নেবেন বিএলও-রা। ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। বিএলও-র মৃত্যু নিয়ে প্রশাসনিক স্তরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)