লখনউ: মালগাড়ির ট্যাঙ্কার থেকে তেল চুরির অভিযোগে এক দলিত যুবককে গ্রেফতার করেছিল আরপিএফ। পরে আরপিএফ হেপাজতেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত যুবকের নাম সঞ্জয় সোনকার (৩৫)। বাড়ি উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কোতোয়ালি থানা এলাকায়। তাঁকে হেপাজতে নিয়ে আরপিএফ অত্যাচার চালিয়েছিল বলে পরিবারের তরফে অভিযোগ। শুধু তাই নয়, অভিযুক্ত রেল পুলিশদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই সাব-ইনসপেক্টর সুরেন্দ্র কুমার, করণ সিং যাদব এবং কনস্টেবল অমিত কুমার যাদবকে সাসপেন্ড করেছেন আরপিএফের কমান্ডান্ট চন্দ্রমোহন মিশ্র। পাশাপাশি ঘটনার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত, বরুয়া চক স্টেশনে একটি মালগাড়ির ট্যাঙ্কার থেকে তেল চুরি ঘিরে।