• মুসলমান সম্রাটদের ঐতিহাসিক স্থাপত্যকে অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে, সিদ্ধান্ত দিল্লির সরকারের
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির রাস্তায় মোগল নামে আপত্তি। তাই সুযোগ পেলেই বিজেপি শাসিত পুরসভার সিদ্ধান্তে বদলে দেওয়া হচ্ছে নাম। অথচ মোগল তথা মুসলমান সম্রাটদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপত্যকে অর্থলাভের আশায় ব্যবহার করতে বিন্দুমাত্র আপত্তি নেই বিজেপির। এবার দিল্লি সরকার রাজধানীর হেরিটেজ স্থানগুলিকে বিয়ে তথা নানা অনুষ্ঠানে ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে। দিল্লি সরকারের অধীন ৭৫টি হেরিটেজ মনুমেন্ট আছে। এইসব জায়গা ভাড়া নিলে জিএসটিতে কিছু ছাড় দেওয়ার ভাবনাচিন্তা করছে দিল্লির বিজেপি সরকার। তবে এভাবে বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়ায় স্থাপত্যগুলির যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য অনুষ্ঠানের দিন নিরাপত্তা বাড়ানো হবে বলেই জানা গিয়েছে। মেহরলিতে মহম্মদ কুলি খানের সমাধি, চাঁদনিচকের বল্লিমারানে মির্জা গালিবের হাভেলি, কাশ্মিরী গেটে দারাশুকো লাইব্রেরি বিল্ডিং, মালচা রোডে মালচা মহল, মেহরলি আর্কিওলজিক্যাল পার্ক, নিজামুদ্দিনে সঈদ ইয়াসিনের সমাধি, গোল গম্বুজ, মিউটিনি মেমোরিয়াল, হজ খাসে মুণ্ডা গম্বুজের মতো ঐতিহাসিক স্থাপত্যকে সংস্কার করা হয়েছে সম্প্রতি। দিল্লি সরকারের অধীনে ওই হেরিটেজ বিল্ডিং সাজা হচ্ছে আলোয়। এবার সেসব বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)