দেশের প্রায় আড়াই লক্ষ স্কুলেই খেলার মাঠ নেই, বলছে রিপোর্ট, রাজ্যগুলির সঙ্গে বৈঠকের ভাবনা কেন্দ্রের
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুই পড়াশোনা। খেলার জন্য মাঠই নেই স্কুলপড়ুয়া খুদেদের। শিক্ষামন্ত্রকের একটি সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, সারা দেশে এমন প্রায় আড়াই লক্ষ স্কুল রয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের খেলার জন্য কোনও মাঠ নেই। অথচ বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ বা শৌচালয়ের মতো স্কুলে খেলার মাঠকেও একপ্রকার জরুরি পরিকাঠামো হিসেবেই ধরা হয়। স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রকের এহেন খতিয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। চর্চা শুরু হয়েছে স্কুল পড়ুয়া খুদেদের যথাযথ মানসিক বিকাশ নিয়েও। কারণ স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।য
সরকারি সূত্রে খবর, এব্যাপারে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করতে পারেন শিক্ষামন্ত্রকের আধিকারিকরা। জায়গার অভাবে স্কুলগুলিতে যদি নিজস্ব মাঠ না থাকে, তাহলে অন্যত্র তার ব্যবস্থা করা যায় কি না, সেই ব্যাপারেও রাজ্যগুলির সঙ্গে কথা বলতে চাইছে কেন্দ্র।
শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক ওই পরিসংখ্যানে দেশের মোট ১৪ লক্ষ ৭১ হাজার ৪৭৩টি স্কুলের খতিয়ান পেশ করা হয়েছে। দেখা যাচ্ছে, মোট ১২ লক্ষ ২১ হাজার ২৩১টি স্কুলে খেলার মাঠ রয়েছে। মাঠবিহীন স্কুলের সংখ্যা মোট ২ লক্ষ ৫০ হাজার ২৪২টি। তাৎপর্যপূর্ণ বিষয়, দেশে এমন কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নেই, যেখানে প্রতিটি স্কুলে খেলার মাঠ রয়েছে! প্রতিটি রাজ্যে একটি বড় অংশের স্কুলেই নিজস্ব খেলার মাঠ পায় না ছাত্রছাত্রীরা। শিক্ষামন্ত্রকের সংশ্লিষ্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ৫৬ হাজার ২৭টি স্কুলে খেলার মাঠ নেই। এনডিএ শাসিত বিহারে ৪৬ হাজার ১৮৭টি স্কুলে কোনও খেলার মাঠ নেই। অপর এক বিজেপি শাসিত রাজ্য অসমে এই সংখ্যা ৯ হাজার ৬৮৯টি।
‘ডাবল ইঞ্জিন’ রাজ্য গুজরাত, হরিয়ানা বা মধ্যপ্রদেশের পরিস্থিতিও তথৈবচ। তবে অবিজেপি রাজ্যগুলির পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। তেলেঙ্গানায় ৫ হাজার ৮১৩টি স্কুলে খেলার মাঠ নেই। পশ্চিমবঙ্গে এমন স্কুল রয়েছে ২৯ হাজারের কিছু বেশি। যদিও এই সমস্ত স্কুল সরকারি, বেসরকারি নাকি সরকার, শিক্ষামন্ত্রকের পরিসংখ্যানে সেই সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।