গুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যুতে নাম জড়িয়েছে ভাই শ্যামকানু মহন্তের। প্রায় প্রতিদিন জমা পড়ছে একের পর এক আরটিআই আবেদন। এর জেরেই চাপে পড়ে পদত্যাগ করলেন অসমের চিফ ইনফরমেশন কমিশনার ভাস্করজ্যোতি মহন্ত। ভাস্করজ্যোতির ভাই শ্যামকানু সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক ছিলেন। হঠাৎ গায়কের মৃত্যুতে শ্যামকানুর দিকেই একের পর এক অভিযোগ ওঠে।