মুম্বই: ১২ মার্চ, ১৯৯৩। ধারাবাহিক বিস্ফোরণ ও জঙ্গি হামলার সাক্ষী হয়েছিল মুম্বই। পরপর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। সেই হামলার অন্যতম অভিযুক্ত ছিল টাইগার মেমন। এবার নিলামে উঠতে চলেছে টাইগার ও তার পরিবারের সম্পত্তি। এর মধ্যে এমন একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসে হামলার ছক কষা হয়েছিল। টাডা (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) কোর্ট সূত্রে টাইগার মেমন ও তার পরিবারের নামে মোট ১৭টি সম্পত্তির বিস্তারিত তথ্য মিলেছে। এপর্যন্ত আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছে মধ্য মুম্বইয়ের মাহিমে অল হুসেইনি বিল্ডিংয়ের তিনটি ফ্ল্যাট। একসময় এখানেই থাকত টাইগার, তাঁর পাঁচ ভাই ও মা।
মুম্বই বিস্ফোরণের পর থেকেই পলাতক টাইগার মেমন। সূত্রে খবর, বর্তমানে পাকিস্তানে লুকিয়ে রয়েছে সে। তবে তার ভাই ইয়াকুব মেমনকে ২০১৫ সালেই ফাঁসি দেওয়া হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও সাজা দিয়েছে টাডা কোর্ট। বর্তমানে তার পরিবারের আরও চারটি সম্পত্তি নিয়ে মামলা চলছে। এবার সরকারের তরফে ওই সন্ত্রাসবাদীর সম্পত্তি নিলামে তোলার তোড়জোড় শুরু হয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে নিলাম।