নীল ড্রাম হত্যাকাণ্ড: বাড়ি বিক্রির চেষ্টায় মুসকানের পরিবারের
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
মিরাট: স্বামীর দেহ টুকরো টুকরো করে নীল ড্রামে ভরেছিলেন স্ত্রী। তারপর প্রেমিকের সঙ্গে বেরিয়ে যান হিমাচল ভ্রমণে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ‘নীল ড্রাম হত্যাকাণ্ড’ নামে কুখ্যাত এই ঘটনা এখনও আলোচনার বিষয় উত্তরপ্রদেশের মিরাটের ইন্দ্রনগরে। ফলে প্রবল অস্বস্তিতে সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগির পরিবার। এর জেরেই এবার ইন্দ্রনগরের ভিটে ছাড়ার তোড়জোড় তাঁদের। বুধবারই বাড়ি বিক্রির বিজ্ঞাপন ঝোলানো হয়েছে বাইরে। যদি সৌরভের পরিবার দাবি করেছে, লন্ডন থেকে পাঠানো ছেলের টাকাতেই তৈরি হয়েছিল ওই বাড়ি।
মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি বলেছেন, ‘এখানে শুধুই বেদনার স্মৃতি। আমরা নতুনভাবে শুরু করতে চাই।’ পরিবার সূত্রে খবর, হত্যাকাণ্ডের পর থেকেই প্রমোদের জুয়েলারি ব্যবসায় মন্দা চলছে।