• দেরিতে প্রবেশ, ১০টি পুশ-আপের ‘শাস্তি’ রাহুলকে
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • ভোপাল: লোকসভার বিরোধী দলনেতা। গান্ধী পরিবারের সদস্য। তারপরও সাংগঠনিক অনুষ্ঠানে শাস্তি পেলেন রাহুল গান্ধী। অপরাধ? মধ্যপ্রদেশে সংগঠন সৃজন অভিযানে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল সাংসদের। তাতেই নেমে আসে শাস্তির খাড়া! ‘নির্দেশমতো’ ১০ বার পুশ-আপ করে নিস্তার পান তিনি। গোটা শিবিরেই তখন হাসির রোল। রাহুলের সাবলীল প্রতিক্রিয়া মন জয় করে নেয় সকলের।

    কংগ্রেস সূত্রে খবর, বিহারের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন রাহুল। সেখান থেকে সময় বের করে মধ্যপ্রদেশের পাঁচমারিতে আয়োজিত সাংগঠনিক প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু, কিছুটা দেরি করে ফেলেন। শিবিরে প্রশিক্ষণের দায়িত্বে ছিলে শচীন রাও। রাহুল পৌঁছতেই হালকা মেজাজে তিনি বলেন, 

    ‘দেরি করে আসায় শাস্তি হবে?’ কথা না বাড়িয়ে বিরোধী দলনেতা মজা করে জানতে চান, ‘কী করতে হবে বলুন।’ রাও পালটা জানান, ‘অন্তত ১০টি পুশ-আপ।’ বাধ্য ছাত্রের মতো সাদা টি-শার্ট ও ট্রাউজার্স পরা রাহুল সেই ‘নির্দেশ’ পালন করেন। তাঁকে সঙ্গে দেন জেলা সভাপতিরাও। পরে স্বভাবসিদ্ধ ঢঙে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন রাহুল। 
  • Link to this news (বর্তমান)