নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি বিরোধীদের প্রতিবাদে ফের উত্তাল হতে চলেছে রাজধানী দিল্লির রাজপথ। ভোটার তালিকা শুদ্ধকরণের নামে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে’র (এসআইআর) বিরুদ্ধে বিশাল প্রতিবাদসভার আয়োজন করছে কংগ্রেস। কর্ণাটক, হরিয়ানার ঘটনা তুলে ধরে ‘ভোট চুরি’র অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। কংগ্রেসের অভিযোগ, ভোট চুরি করেই ক্ষমতার কুর্সিতে বসেছেন মোদি। রাজ্যে রাজ্যে জিতছে বিজেপি। তাই বিহার নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এসআইআর বিরোধী বিশাল প্রতিবাদ সভার আয়োজন করছে কংগ্রেস। ১ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লির রামলীলা ময়দানে এসআইআর ইস্যুতে প্রতিবাদ সভার প্রস্তুতি চলছে বলেই এআইসিসি সূত্রে জানা গিয়েছে।
ওই প্রতিবাদ সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বলেই রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে। একইভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন, সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব, আরজেডি প্রধান তেজস্বী যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মতো নেতানেত্রীদের একমঞ্চে হাজির করানোর কথা ভাবা হচ্ছে। আগামী কাল মঙ্গলবার বিহারে দ্বিতীয় তথা শেষ দফায় ১২২ আসনে ভোট। এই ভোটে সীমাঞ্চল, মিথিলা, কোশি এলাকার ভোটে ভালো ফলাফলেরই আশা করছে কংগ্রেস। গত ৬ নভেম্বর প্রথম দফার যে ভোট হয়েছে, সেখানে ১২১ আসনের মধ্যে কত আসন মহাগঠবন্ধন পেতে পারে, তার একটি অভ্যন্তরীণ সমীক্ষা করেছে দল। এআইসিসি মনে করছে, বিহারে প্রথম দফার ভোটে বিজেপি বিরোধী জোট ৫৬-৬৬ আসন পেতে পারে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও মনে করছেন প্রথম দফায় ৫৬-৬৬ আসন আসবে। তাঁর সংযোজন দ্বিতীয় দফায় জয় আসবে অন্তত ৮০ আসনে।