বালুরঘাটের বোল্লা মেলায় রেকর্ড ভিড় অসুস্থ অনেকে, ব্যবসায় লক্ষ্মীলাভ
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: রবিবার ছুটির দিনে বালুরঘাটের বোল্লা মেলায় ভিড় উপচে পড়ল। ছুটির দিনে কচিকাঁচারাও কেউ বাবার হাত ধরে, কেউ বাবার কাঁধে চেপে মেলায় আসে। বয়স্করাও বোল্লা মায়ের দর্শনে মেলায় আসেন। প্রতিবছর মেলায় রবিবার করে ভিড় হয়। তবে এবছর রেকর্ড ভিড় হয়েছে বলে দাবি মেলা কমিটির। মেলা চত্বরে বসেছে কয়েক হাজার দোকান। ভক্তের সমাগমে ব্যবসায়ীদেরও লক্ষ্মীলাভ হয়েছে। রবিবার ব্যাপক ভিড় ছিল ভোগ, মিষ্টি ও খাবারের দোকানে।
বোল্লা মেলায় মিষ্টির দোকান দিয়েছেন নীতিশ ঘোষ। তাঁর দোকানে বড় বড় স্পেশাল ল্যাংচা বিক্রি হচ্ছে। দাম ১২০ টাকা পিস। অনেকেই দোকানে বসে খান। অনেকে এই ল্যাংচা বাড়ি নিয়ে যান। মিষ্টির পাশাপাশি রাজভোগ, সুন্দরী ভোগ, কমলা ভোগ, পানপাতা ভোগ বিক্রি হয়েছে ভালোই। খাবারের দোকানগুলিরও এদিন ভালো ব্যবসা হয়েছে।
পুজো ও মেলা কমিটির সহ সভাপতি স্বর্ণেন্দু মণ্ডল বলেন, রবিবার ব্যাপক ভিড় হয়েছে। শুক্রবার থেকেই ভক্তদের মানতের সোনা, রুপো জমা পড়ছে। মেলায় দোকানদারদের ব্যবসা ভালোই হচ্ছে।
ভিড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের বোল্লা হাইস্কুলের মাঠে স্বাস্থ্য শিবিরে চিকিৎসা চলছে। ভিড় সামাল দিতে এবং পকেটমারদের দৌরাত্ম্য রুখতে পুলিশের কড়া নজরদারি চলছে। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত বেশকিছু পকেটমারির ঘটনা সামনে এসেছে। তবে পুলিশও রবিবার বিকেল পর্যন্ত ১৫ জন পকেটমারকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বেশিরভাগ ভিনজেলার মহিলা ও পুরুষ। এবিষয়ে বালুরঘাট ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন, আজ ভিড় বেশি রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, সোমবার নিরঞ্জন। নিরঞ্জনপর্বের নিরাপত্তা নিয়ে নানা পরিকল্পনা শুরু করেছেন আয়োজকরা।