• টেবিল চাপড়ে বিএলওর কাজে বাধা পঞ্চায়েত সমিতির সদস্যর নামে পুলিশে অভিযোগ
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাটে বিএলও’কে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

    রবিবার ৪০ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গিয়ে দেখেন সেখানে বিএলও নথিপত্র বের করেছেন। টেবিলে রাখা কাগপত্র ছড়িয়ে দেওয়া সহ টেবিল-চেয়ার ভাঙচুর করার অভিযোগ ওঠে বিপিন বর্মনের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে বিএলও শৈলেন্দ্রনাথ বর্মন মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিপিন। তাঁর পাল্টা অভিযোগ, বিএলও একজনের বাড়িতে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্ম বিলি করছিলেন। সেই সময়ে প্রশ্ন করায় উল্টো আমাকে মারধর করার হুমকি দেন। আমরা এসআইআরের পক্ষে। আমি কেন নথিপত্র নষ্ট করতে যাব। 

    বিএলও শৈলেন্দ্রনাথ বর্মন বলেন, এসআইআরের কাজে বের হওয়ার পর স্থানীয় এক ভোটারের বাড়িতে গিয়ে কাগজপত্র ঠিক করছিলাম। সেই সময়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন এসে বচসা শুরু করেন। একসময় টেবিলে চাপড়াতে শুরু করেন। কাগজপত্র ছড়িয়ে দেন। টেবিলের একাংশ ভেঙে যায়। একটি চেয়ারও ভেঙে ফেলেন। স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনায় আমিও হতচকিত হয়ে পড়ি। পরে মাথাভাঙা থানায় এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। 

    বিষয়টি জানাজানি হতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি মুখে এসআইআরের পক্ষে কথা বলে আবার ওরাই বিএলও’কে হেনস্তা করে। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয়কুমার বর্মন বলেন, বিপিন বর্মন নয়ারহাটের বিজেপির হার্মাদ। পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর উনি নানা সময়ে এলাকায় অশান্তি তৈরি করেছেন। এদিন বিএলও’কে হেনস্তা করেছেন। এসআইআরের কাজ সাধারণ ভোটারদের। সেখানে বাধা তৈরি করে মানুষকেই অসুবিধায় ফেলার চেষ্টা করেছেন বিপিন বর্মন। 

    যদিও বিপিন বর্মন বলেন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য হলেও এলাকার বিএলএ-২। কয়েকদিন ধরে ঠিকাঠাক কাজ হচ্ছিল। এদিন টেবিল পেতে কাজ শুরু করায় আপত্তি করেছি। এজন্যই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন, একজন বিএলও’কে হেনস্তা করার অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।  থানায় বিএলও। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)