সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ির সবজি বাজারে শীতকালীন আনাজের দাম চড়ছে। এমন অবস্থায় নাজেহাল অবস্থা ক্রেতাদের। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে বাজারে অভিযানে নামল টাস্ক ফোর্স ও কৃষি বিপণন দপ্তর। রবিবার দুপুরে হলদিবাড়ি বাজারের পাইকারি ও খুচরো সবজি বাজারে এই অভিযান চলে। দাম বেশি নেওয়ার অভিযোগে দু’জন সবজি ব্যবসায়ীকে সাবধান করা হয়।
হলদিবাড়ি শহরের সবজি বাজারে বর্তমানে পটল ৪০ টাকা প্রতি কেজি। বেগুন ও করলা ৫০ টাকা কেজি, গাজর ৮০ টাকা, ফুল ও বাঁধা কপি ৩০ টাকা, টম্যাটো ৫০ টাকা, শসা ৩৫ টাকা, আলু ২৫ টাকা প্রতি কেজি। ক্রেতা পার্থ রায়, অভিজিৎ রায় জানান, হলদিবাড়ি সবজি বাজার অনেকটাই বড়। এখানে একএক দোকানে একএক রকম দাম। ফলে সবজি বাজার করতে এসে পকেট খালি হয়ে যাচ্ছে কিন্তু ব্যাগ ভরছে না। কোথাও ফুল ও বাঁধা কপি ৩০ টাকা কেজি, কেউ নিচ্ছেন ৪০ টাকা।
সবজি বিক্রেতা রাকিব মহম্মদ জানান, গত মাসের প্রথম সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে গিয়েছে। ফলে সবজির দাম তো বৃদ্ধি পাবেই। কৃষকদের কাছ থেকে চড়া দামে সবজি কিনতে হচ্ছে, তাই দাম বেড়েছে।
এ বিষয়ে কোচবিহার জেলা কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা দেবনাথ মণ্ডল বলেন, টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে এদিন হলদিবাড়ি সবজি বাজারে অভিযান চালানো হয়। পাশাপাশি খুচরো ও পাইকারি সবজি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বেশি দাম নেওয়ায় দু’জন ব্যবসায়ীকে ধমক দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে সবজির দাম নিয়ে কেউ কালোবাজারি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। • নিজস্ব চিত্র।