• রাতে বাড়িতে ঢুকে মা-মেয়ের শ্লীলতাহানি লক্ষাধিক টাকা-গয়না লুট, চিকিত্সাধীন তিন
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: ভরসন্ধ্যায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। শনিবার সন্ধ্যায় চাঁচল থানার রামদেবপুরের এই ঘটনায় হইচই শুরু হয় এলাকায়।

    অভিযোগ, পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে এক বধূ ও তাঁর দুই মেয়ের শ্লীলতাহানির পর তাঁদের বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। পরিবারের দাবি, লোহার রড, ছুরি ও বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। মারধর করে বড় মেয়ের পা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় আঘাত পেয়েছেন মা ও আরেক মেয়ে। শুধু তাঁদের উপর হামলাই নয়, বাড়ি থেকে লুট করা হয়েছে আলমারিতে থাকা সাত লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না। রবিবার সকালে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বধূর স্বামী। তিনি বলেন, হামলাকারীরা মারধর, লুটপাটের পর প্রাণনাশের হুমকিও দিয়েছে। ফের হামলার ভয়ে এখন বাড়ি যেতেও ভয় হচ্ছে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে অভিযোগকারীর পরিবারের এক ছেলের বিয়ে ঘিরে দ্বন্দ্ব শুরু হয়। ইটাহার থানার মহানন্দাপাড়ার বাসিন্দা এক যুবতীকে গোপনে বিয়ে করেন অভিযোগকারীর ছেলে। কিন্তু তাঁর পরিবার এই বিয়ে মেনে নেয়নি। শুক্রবার দুপুরে ওই যুবতী স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে অভিযোগকারীর বাড়ির দরজায় ধর্নায় বসেন। আক্রান্ত পরিবারের অভিযোগ, তাঁকে ধর্না দিতে উৎসাহ জুগিয়েছিলেন প্রতিবেশী এক ব্যক্তি। শনিবার সন্ধ্যা নামতেই যুবতীর আত্মীয় স্বজনসহ কয়েকজন দলবল নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়।

    আক্রান্ত পরিবারের দাবি, হামলাকারীরা প্রথমে দরজায় লাথি মেরে তালা ভেঙে ঢোকে। তারপরেই এলোপাথাড়ি মারধর শুরু করে। মেয়েদের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানিও করা হয়েছিল। পরে বাড়ির পুরুষ সদস্যরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যান।

    বড় মেয়ে হাসপাতালের বেডে শুয়ে বলেন, প্রাণে মেরে ফেলার জন্য বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী সহ একাধিক দুষ্কৃতী। মা আর বোনকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। ঘরের আলমারি ভেঙে টাকা ও গয়না লুট করে পালিয়ে যায়। আমার পা ভেঙে দিয়েছে।

    অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের দাবি, তাঁরা কারও বাড়িতে ঢুকে হামলা করেননি। যুবতীর ধর্না ভেস্তে দেওয়ার জন্য সাজানো নাটক করা হচ্ছে।

    চাঁচল থানার এক আধিকারিক বলেন, মহিলাদের শ্লীলতাহানি সহ লুটপাটের অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে। 
  • Link to this news (বর্তমান)