• দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য নেই কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, থমকে বহু কাজ
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের চেয়ার বহুদিন ধরে ফাঁকা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্মেই প্রভাব পড়ছে। বেশি সমস্যা সৃষ্টি হয়েছে গবেষণার ক্ষেত্রে। প্রায় দুই শতাধিক গবেষক সমস্যায় পড়েছেন। কমকরেও ১০০ গবেষণাপত্র জমা পড়েছে। কিন্তু সেইসব গবেষণাপত্রকে ছাড়পত্র দেওয়ার কাজ থমকে গিয়েছে। যাঁরা স্কলারশিপ পান তাঁদের ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এসবের কারণে চরম সমস্যায় পড়ছেন শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। কবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে, তা নিয়েও কোনও সুনিশ্চিত উত্তর কর্তৃপক্ষের কাছে নেই। তারা শুধু জানিয়েছে, উচ্চ শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি জানানো হয়েছে। 

    পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে পিএইচডি রিসার্চ স্কলারদের খুব সমস্যা হচ্ছে। প্রায় দেড় বছর ধরে গবেষণাপত্র জমে আছে। পিএইচডিদের অ্যাওয়ার্ড দেওয়া যাচ্ছে না। পিএইডির রেজিস্ট্রেশনও দেওয়া বন্ধ। জুনিয়র রিসার্চ ফেলোশিপ থেকে সিনিয়র রিসার্চ ফেলোশিপ দেওয়া যাচ্ছে না। অনেকেই শংসাপত্র পাননি। ডিগ্রি না পাওয়ার কারণে অনেকে অন্য কোথাও আবেদন করতে পারছেন না। উপাচার্য না থাকার কারণে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকও করা যাচ্ছে না। অর্থনৈতিক বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। উপাচার্য না থাকায় সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। আমি নিজে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করে কথা বলেছি। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এই জটিলতা কাটবে না। 

    কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে এর আগেও সমস্যা সৃষ্টি হয়েছিল। পরে নিখিলচন্দ্র রায়কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। তিনিও প্রায় বছর দেড়েক আগে নিজের কাজের জায়গায় ফিরে যান। তাঁর সময়কালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রারকে সাসপেন্ড করা হয়েছিল। ফলে সেই সময় দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী রেজিস্ট্রারও ছিলেন না। এরপর আদালতের নির্দেশে তিনি কাজে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য তিনি অবসরগ্রহণ করেন। তাঁর জায়গায় নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয় মাধবচন্দ্র অধিকারীকে। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নিয়োগ হল না। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)