খরিফ মরশুমে রেকর্ড ধান চাষ, উৎপাদন বৃদ্ধির আশা কৃষকদের
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: খরিফ মরশুমে ধান চাষে এবার পুরুলিয়া লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল। রুখাশুখা জেলা হিসেবে পরিচিত পুরুলিয়ার ২০টি ব্লকে এবার খরিফ মরশুমে প্রচুর পরিমাণ ধান চাষ হয়েছে। কৃষি আধিকারিকরা জানান, এবছর জেলাজুড়ে প্রায় ১৫লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা আছে। যা অন্যবছরের তুলনায় অনেকটাই বেশি।
জেলার উপ-কৃষি অধিকর্তা(প্রশাসন) আদিত্য দুয়ারি বলেন, বেশ কয়েকবছর পর এবার খরিফ মরশুমে লক্ষ্যমাত্রা ছাপিয়ে ধান চাষ হয়েছে। তাতে বৃষ্টি সহায়ক হয়েছিল। এবছর বর্ষার মরশুমে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে। ফলে ধান চাষে খুব সুবিধা হয়েছে।
কৃষিদপ্তর জানিয়েছে, ২০২৫-’২৬ অর্থবর্ষে খরিফ মরশুমে ৩লক্ষ ৪৮হাজার ৪০০হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবার জেলায় তোড়া জমিতেও ধানচাষ হয়েছে। ফলে জেলার ২০টি ব্লকজুড়ে মোট ৩ লক্ষ ৪৯হাজার ৩০০হেক্টর জমিতে ধান চাষ হয়। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
২০২৪-’২৫ অর্থবর্ষে খরিফ মরশুমে অনেকটাই কম ধান উৎপাদন হয়েছিল। সেবার ৩লক্ষ ২৮হাজার হেক্টর জমিতে প্রায় সাড়ে ১২লক্ষ মেট্রিক টন ধানের ফলন হয়। এবার ধানের উৎপাদন অনেকটাই বেশি হবে। তাই কৃষি আধিকারিকদের পাশাপাশি চাষিরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত।
জেলা কৃষি আধিকারিকরা জানান, চাষির দক্ষতা, উন্নতমানের বীজ, সার ও অনুকূল আবহাওয়া ফলন বৃদ্ধিতে সহায়ক হয়। এবছর জেলায় জুন-অক্টোবর সময়কালে ১৬৭৮.১৭মিমি বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় যথেষ্ট বেশি। এর জেরেই জেলায় ধানের ফলন ভালো হয়েছে। সেই জন্য আগামী খরিফ মরশুমে এবারের মতো উৎপাদন ধরে রাখাই কৃষিদপ্তরের কাছে চ্যালেঞ্জ।
আড়ষা ব্লকের চাষি প্রবোধ মাহাত বলেন, এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে। ঠিকঠাক বৃষ্টি হওয়ায় চাষের কাজে কোনও সমস্যা হয়নি। আশা করছি, এবছর লাভের অঙ্কও বাড়বে।