• বহরমপুরের ব্যারাক স্কোয়ার রক্ষার শপথ নিয়ে কাগজ কুড়ালেন ডিএম
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার ছুটির দিনে ভিন্ন ভুমিকায় জেলাশাসক। সকালে মাঠে নেমে কাগজ, ছেঁড়া পলিথিন, চায়ের কাপ কুড়োলেন জেলাশাসক। তাঁকে হাতে বস্তা নিয়ে আবর্জনা পরিষ্কার করতে দেখে রীতিমতো হকচকিয়ে গেলেন সাধারণ মানুষ। বহরমপুর তথা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ব্যারাক স্কোয়ার সাফাই অভিযানে সাধারণ মানুষকে এগিয়ে আসতে এভাবেই আহ্বান জানালেন নিতিন সিংহানিয়া। 

    বহরমপুর শহরের ফুসফুস ব্যারাক স্কোয়ার। রবিবার সকাল থেকেই ব্যারাক স্কোয়ারে ছিল সাজ সাজ রব। সরকারি আধিকারিকদের সঙ্গে স্কোয়ার ফিল্ডে সাফাই অভিযানে হাত মেলান পুরসভার কর্মী থেকে শুরু করে এনসিসি ও এনএসএসের পড়ুয়ারা। জেলাশাসক ছাড়াও এই কর্মসূচিতে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দিননারায়ণ ঘোষ, (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ অন্যরা।  এদিন ব্যারাক স্কোয়ার রক্ষার শপথ নেন সকলে। জেলশাসক বলেন, প্রশাসন সহযোগিতা করছে যাতে ব্যারাক স্কোয়ার ফিল্ড, স্টেডিয়াম এসব খেলার জায়গা আরও পরিচ্ছন্ন থাকে। পরিকাঠামোর যে খামতি রয়েছে, সেগুলি পুরণ করার বিষয়টাও দেখা হচ্ছে। বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থা, এনএসএস, এনসিসি থেকে শুরু করে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, পুরসভার কর্মচারীরাও আছেন। এই অভিযান লাগাতার চলবে। জেলাশাসক আরও বলেন, আগামী ১৬ নভেম্বর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সাফাই অভিযান। এদিকে ব্যারাক স্কোয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরের মানুষ। জেলশাসক এদিন আরও বলেন, যাঁরা এখানে হাঁটেন তাঁদের সুবিধার জন্য পরিকাঠামোর উন্নয়ন করা হবে। খেলাধূলোর মানোন্নয়নের .চেষ্টা করা হচ্ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। 
  • Link to this news (বর্তমান)