• লোহাবোঝাই লরি হাইজ্যাক, ধৃত
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মানকর: লোহা বোঝাই লরি হাইজ্যাকের ঘটনায় কাঁকসা থানার পুলিশ ভিনরাজ্য থেকে চালককে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃত বিরজু কুমারকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ অক্টোবর বাঁশকোপা শিল্পতালুক থেকে লোহা বোঝাই লরিটি মণিপুরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ভাগলপুরের খরিক এলাকায় টোল পেরনোর পর থেকে লরির চালকের সঙ্গে ট্রান্সপোর্ট সংস্থা আর যোগাযোগ করতে পারেনি। লরি চালকের ফোন বন্ধ ছিল। পরে লরির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ট্রান্সপোর্ট সংস্থাটি। কিন্তু মালিকের ফোনও বন্ধ বলে। লোহা বোঝাই লরিটি কোথায় গেল, তা নিয়ে চিন্তায় পড়ে যান ওই সংস্থার কর্তারা। লোহা বোঝাই লরির খোঁজ পেতে সংস্থাটি কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নামে পুলিশ। গাড়ির চালকের ঠিকানা দেখে পুলিশ বিহারের সমস্তিপুরে রওনা দেয়। সেখানেই বাড়ি থেকে চালককে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে, গাড়ির মালিক ও লরির কোনও খোঁজ পায়নি পুলিশ। পুলিশের অনুমান, মালিক ও চালক পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। ধৃতকে জেরা করে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)