নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রূপা দে। নরেন্দ্র মোদি, পদ্মফুল প্রতীক এবং রূপা দে’র নাম দেওয়া এমন একটি ফ্লেক্স সামনে আসে। এ নিয়ে বিজেপির অন্দরে তুমুল শোরগোল পরে যায়। তৈরি হয় বিতর্ক। সমাজ মাধ্যমেও সেই ফ্লেক্সের ছবি ছড়িয়ে পড়ে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাহলে ওই ফ্লেক্স কেন? পরে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্বের নির্দেশমতো ওই ফ্লেক্স সরিয়ে নেন রূপা। তাঁর বক্তব্য, আমি রাজনীতির ময়দানে নতুন। ভুল করে ফ্লেক্স দিয়ে ফেলেছিলাম। পরে সেই ফ্লেক্স খুলে ফেলি। তবে শুনলাম, আমার নামে থানাতেও নাকি অভিযোগ দায়ের হয়েছে। সেটা না-হলেই ভালো হতো। পালটা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার বলেন, ‘নির্বাচন আসতে এখনও কয়েক মাস বাকি। তবে প্রার্থী নিয়ে বিজেপি এখন থেকেই নাস্তানাবুদ।’