২০০২ সালের তালিকায় নাম থাকলেও গায়েব বিএলও’র লিস্টে, অভিযোগ উঠছে ভিআইপি নগরে
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা পরিবারের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। অথচ বিএলও’র হাতে থাকা তালিকা অনুযায়ী নাম নেই শুধু সুদেব পালের। তবে ২০২৫ সালের যে খসড়া তালিকা রয়েছে, তাতে জ্বলজ্বল করছে সুদেববাবুর নাম। তাঁর দাবি, ১৯৮৫ সাল থেকে তিনি সব নির্বাচনেই ভোট দিয়েছেন। তাহলে ঠিক ২০০২ সালের তালিকা থেকে বাদ গেল কী করে নাম? পরিবারের সকলে ইনিউমারেশন ফর্ম হাতে পেলেও বিএলও তাঁকে ফর্ম দেননি। শেষমেশ তৃণমূলের ক্যাম্পে গিয়ে নজরে আসে তাঁর নাম। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ই এম বাইপাস সংলগ্ন ভিআইপি নগরে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছেন এই ব্যক্তি। তৃণমূলের দাবি, এভাবে বেছে বেছে দলীয় সমর্থকদের টার্গেট করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
রবিবার ঘটনাটি সামনে আসে। বিএলও’র থেকে ফর্ম না পাওয়ায় সুদেব পাল কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্পে এসে অভিযোগ জানান। তাঁর দাবি, তিনি ১৯৮৫ সাল থেকে ভোট দিচ্ছেন। অথচ ভোটার তালিকায় তাঁর নাম নেই বলে বিএলও তাঁকে ফর্ম দেননি। খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তির নাম ২০০২ সালের তালিকাতেও আছে। এমনকি, ২০২৪ সালেও তিনি ভোট দিয়েছেন। ২০২৫ সালের খসড়া ভোটার তালিকায় তাঁর নাম আছে। কিন্তু বিএলও যে ভোটার তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে তাঁর নাম নেই বলে বলে অভিযোগ।
এ প্রসঙ্গে স্থানীয় বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ বলেন, আমাদের দল প্রথম থেকে যা বলে আসছে, এই ঘটনায় তা স্পষ্ট। বেছে বেছে তৃণমূলের কর্মী, ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।